ক্যাটালিস্ট মেম্বারশীপ ক্যাম্পেইন

Posted on

Location

ChemFusion

ক্যাটালিস্ট মেম্বারশীপ ক্যাম্পেইন

ক্যাটালিস্ট মেম্বার হিসেবে যুক্ত হলে,

১. আপনি কেমফিউশন অন ক্যাম্পাস এক্টিভিটিজ( খুব শীঘ্রই এটা নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে) এর অংশ হতে পারবেন।

২. আপনি কেমফিউশনের সকল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং ক্ষেত্রবিশেষে ইভেন্টে ভলান্টিয়ার হতে পারবেন ।

৩. আপনি কেমফিউশনের এসোসিয়েট মেম্বার হবার জন্য বিবেচিত হবেন, তারপর ভবিষ্যতে এক্সিকিউটিভ মেম্বার ও কোর মেম্বার হবার সুযোগ থাকছে অবশ্যই।

৪. আপনি বিভিন্ন ইন্টারন্যাল ওয়েবিনার, সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন।

৫. আপনি কেমফিউশন থেকে ক্যারিয়ার, একাডেমিক ও রিসার্চ নিয়ে নিউজলেটার, ইনফরমেশন ও সাপোর্ট পাবেন।

৬. বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের বিশাল রসায়ন,ফলিত রসায়ন ও কেমিকৌশল এর শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ তো থাকছে।

৭. এছাড়াও থাকছে কেমফিউশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবার সুযোগ।

তাই আর দেরি না করে আজই হয়ে যান ‘কেমফিউশন’ এর রেজিস্ট্রার্ড ক্যাটালিস্ট মেম্বার

Share: