ক্যাটালিস্ট মেম্বারশীপ

বাংলাদেশের কেমিক্যাল সায়েন্স পড়ুয়া সকল শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই ‘কেমফিউশন’ এর উদ্দেশ্য। সে লক্ষেই কেমফিউশনের এই ক্যাটালিস্ট মেম্বারশীপ ক্যাম্পেইন।

কেমফিউশনের মেম্বারশিপ এর চারটি ধাপ রয়েছে। যথাঃ

১) ক্যাটালিস্ট মেম্বারশিপ

২) এসোসিয়েট মেম্বারশিপ

৩) এক্সিকিউটিভ মেম্বারশিপ

৪) এলামনাস মেম্বারশিপ

কেমিক্যাল সায়েন্স পড়ুয়া যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী আমাদের ক্যাটালিস্ট মেম্বার হতে পারেন। ক্যাটালিস্ট মেম্বার হওয়ার মাধ্যমে আপনি বাংলাদেশের রসায়ন শিক্ষার্থীদের একমাত্র সংগঠনে যুক্ত হচ্ছেন।

ক্যাটালিস্ট মেম্বার হিসেবে যুক্ত হলে,


আপনি কেমফিউশন অন ক্যাম্পাস এক্টিভিটিজ এর অংশ হতে পারবেন।


আপনি কেমফিউশনের সকল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং ক্ষেত্রবিশেষে ইভেন্টে ভলান্টিয়ার হতে পারবেন ।


আপনি কেমফিউশনের এসোসিয়েট মেম্বার হবার জন্য বিবেচিত হবেন, তারপর ভবিষ্যতে এক্সিকিউটিভ মেম্বার ও কোর মেম্বার হবার সুযোগ থাকছে ।


আপনি বিভিন্ন ইন্টারন্যাল ওয়েবিনার, সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন।


আপনি কেমফিউশন থেকে ক্যারিয়ার, একাডেমিক ও রিসার্চ নিয়ে নিউজলেটার, ইনফরমেশন ও সাপোর্ট পাবেন।


বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের বিশাল রসায়ন,ফলিত রসায়ন ও কেমিকৌশল এর শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ তো থাকছে।


এছাড়াও থাকছে কেমফিউশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবার সুযোগ।

তাই আর দেরি না করে আজই হয়ে যান ‘কেমফিউশন’ এর রেজিস্ট্রার্ড ক্যাটালিস্ট মেম্বার