কেমফিউশন তরুণ রসায়নবিদদের নিয়ে গড়ে ওঠা একটি অলাভজনক প্লাটফর্ম। এখানে সবাই রসায়ন শিখছে, ক্লাসরুমে, বইয়ের পাতায়, আশেপাশে দৃশ্যমান যা কিছু আছে কিংবা মহাকাশে। এই রসায়নবিদদের রসায়ন চর্চার অংশহিসেবে ব্লগসাইটের যাত্রা শুরু হয় ২০২০ সালের ১৩ ই মে। এরপর কেটে গেছে প্রায় দুইবছরেরও বেশি সময়। এর মধ্যে বেশ কয়েকবার কারিগরি সমস্যার কারণে কেমফিউশন বাধ্য হয়েছে ব্লগসাইট বন্ধ করতে কিংবা নতুন করে ডিজাইন করতে। বারবার বাধাপ্রাপ্ত হলেও থেমে থাকেনি রসায়ন চর্চার পরিধি, বরং আরো বেড়েছে।

২০২২ সালের মে মাসে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং একটি টেকসই ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করার উদ্যোগ নেয় কেমফিউশন। তাই আইটি এক্সপার্টদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়ার্ডপ্রেস থেকে হিউগো সাইটে মুভ করার।

পূর্বে সৃষ্ট কারিগরি সমস্যার জন্য আমরা দুঃখিত এবং একই সাথে বদ্ধ পরিকর একটি সুন্দর, সাজানো ও সমৃদ্ধ ব্লগসাইট আপনাদের উপহার দিতে।

আমাদের মধ্যে কেউ রসায়ন শিখছি, কেউ পদার্থবিদ্যা, কেউবা জীববিদ্যা। তাই আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায় যে, এই শিখন সবাইকে জানানো। এই লক্ষ্য পূরণে আপনাদের সহযোগীতা করবে কেমফিউশন। তাই কেবল রসায়ন নিয়ে লিখা নয় বরং বিজ্ঞানের যেকোনো বিষয়ের লিখা দিয়েই সমৃদ্ধ হোক, আমাদের নতুন ব্লগসাইট।

এই লক্ষ্যমাত্রা অর্জনে আপনাদের সহযোগীতা কামনা করি। শীঘ্রই আমরা আগের লিখাগুলো ব্লগসাইটে প্রকাশ করব। এছাড়াও আপনাদের লিখা নতুন কিছু অসাধারণ লিখাও আমরা পৌঁছে দিতে চাই সবার কাছে৷ তাই বিজ্ঞানের যেকোনো বিষয় নিয়েই লিখে ফেলুন এবং বিজ্ঞানকে সবার মধ্যে জনপ্রিয় করে তুলতে লিখে ফেলুন এখুনি।

লেখা বাছাই :

১. লেখা সাবমিটের ২৪ ঘন্টার মধ্যে ফিরতি মেইল পাবেন

২. ৭ দিনের মধ্যে কেমফিউশনের এডিটর প্যানেল থেকে আপনার লেখার ব্যাপারে মন্তব্য আসবে ( প্রকাশিত/ প্রকাশ করা সম্ভব নয়/ সংশোধন দরকার)