A Call for FRESH AIR
Posted on
এবারের “International Day of Clean Air for Blue Sky” এর প্রতিপাদ্য ছিল, ‘The Air We Share ' । এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৫ সেপ্টেম্বর কেমফিউশন বরিশাল বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস টিমের উদ্যোগে ও রসায়ন বিভাগ বরিশাল,বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বায়ূ দূষণ, এর নানামুখী প্রভাব ও তার প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রসায়ন বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য দিন ব্যাপী নানা অনুষ্ঠানসূচীর আয়োজন করতে যাচ্ছে।
১) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘‘Health impact of air pollution and their prevention’ এর উপর আইডিয়া উপস্থাপন প্রতিযোগিতা। (একক বা দ্বৈত)
Registration Link: Coming Soon.
২) বায়ু, রসায়ন, পরিবেশ এর মধ্যবর্তী পারস্পরিক সম্পর্ক ও আমাদের করণীয় বিষয়ে দেয়ালিকা প্রকাশ।
৩)বায়ু দূষণ,এর প্রভাব ও প্রতিকার বিষয়ক সেমিনার।
Find This Event in UN Website: Registered Events | International Day of Clean Air for blue skies (cleanairblueskies.org)