ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ঢাকার বায়ুমান ও মানুষের স্বাস্থ্যের উপর বায়ুর প্রভাব শীর্ষক সেমিনার

Posted on

Location

University of Dhaka

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ঢাকার বায়ুমান ও মানুষের স্বাস্থ্যের উপর বায়ুর প্রভাব শীর্ষক সেমিনার

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেমফিউশন অন ক্যাম্পাস টিমের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল Air Pollution and it’s Health Impact in Dhaka City শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম। এছাড়াও ছিলেন কেমফিউশনের অনারারি মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন। সেমিনারে রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

image 1

image 1

সেমিনারের শুরুতেই ড. ইকবাল রউফ মামুন তরুণ রসায়নবিদদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা, কেমফিউশনের অর্জন ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এরপর ড. আব্দুস সালাম ঢাকা শহরের বায়ু বিষয়ে তার গবেষণা নিয়ে আলোচনা করেন।

Share: